“Hamilton” Movie Review

ফিল্মইন্ডাস্ট্রিজগতেএকনতুনদিগন্তেরসূচনা!!!

Movie_Name: Hamilton(2020)

Genre: Biography, Drama, History, Musical

Director: Thomas Kail

IMDB_Rating: 8.8/10 (31.3K Votes)

IMDB_Top_Ranking: 19

Metascore: 90/100 (42 Reviews)

Tomatometer: 99% (164 Counts)

Runtime: 2h 40min

Personal_Rating: 10/10

No_Spoiler

একদিন হঠাৎ IMDB Top 250 Movies-এর লিস্ট-এ গিয়ে চক্ষু চড়কগাছ!! এতদিনের পুরনো মাস্টারপিসগুলোর ভিড়ে ১৯তম অবস্থান দখল করে আছে এই মাসেরই ৩ তারিখ রিলিজ পাওয়া এই মুভিটি। ব্যাপারটা দেখেই মনের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা অনুভব হল, মুভিটা দেখা থেকে নিজেকে আর কোনোভাবেই আটকাতে পারলাম না।

দেখা শুরু করার পর এটিকে মুভি মানতেই কেমন জানি অস্বাভাবিক লাগছিল। কারণ বর্তমান জমানায় এমন কিছু আমি কখনোই প্রত্যাশা করি নি। মুভির শ্যুটিং পুরোটা এক স্টেজের মধ্যে, শুধু কিছুক্ষণ পর পর দৃশ্য পরিবর্তন। মুভির প্রতিটা ডায়ালোগ গানের সুর দিয়ে, আর অভিনেতা-অভিনেত্রীদের কিছুক্ষণ পরপরই নাচের মাধ্যমে কাহিনীর প্রদর্শন। মনে হল যেন প্রাচীন শেক্সপেয়ার যুগে ফিরে গিয়েছি!! আমি এর আগে বেশ কিছু মঞ্চনাটক দেখেছি, তবে এই টাইপের কোনোকিছুকে মুভির স্বীকৃতি দেয়া আমার কাছে এই মুভি জগতের এক অনন্য ব্যতিক্রমী চিন্তা বলে মনে হয়েছে।

Disney+ প্লাটফর্মে গত ৩ তারিখ রিলিজ হওয়া এই মুভিটির মূলত রিলিজ হওয়ার কথা ছিল ২০২১ সালের ১৫ই অক্টোবরে। করোনা মহামারীর কথা বিবেচনা করে হঠাৎ করেই এটির মুক্তি দেয়া হয়। কেবল দুই সপ্তাহের একটু বেশি হল মুভিটার রিলিজের, তাতেই সব বিখ্যাত ক্রিটিক, তারকা, মুভি বিশারদদের জগতে সেটা শোরগোল তৈরি করে, এমন ভিন্ন ধরণের এক উপস্থাপন দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া জাগায়।

মুভিটি আসলে আলাদাভাবে শ্যুটিং করা কিছুই না। নিউ ইয়র্কের কেন্দ্র মিডটাউন ম্যানহাটান-এর Richard Rodgers Theatre-এ ২০১৬ সালের জুন মাসে “Hamilton”-এর তিনটা লাইভ পারফরমেন্স অনুষ্ঠিত হয়, পরবর্তীতে এর দৃশ্যাবলি এডিট করে মুভির আকারে রূপ দেয়া হয়। মুভির কাহিনী মূলত অষ্টাদশ শতকের প্রখ্যাত ব্যক্তিত্ব আলেক্সান্ডার হ্যামিলটনকের জীবনী নিয়, যিনি ছিলেন একাধারে বিখ্যাত ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিদ্বান, সামরিক কর্তা, আইনজীবী, ব্যাংকার ও অর্থনীতিবিদ। মুভিটিতে মূলত ফোকাস করা হয়েছে হ্যামিলটনের ক্যারিয়ার লাইফ নিয়ে। কিন্তু অন্য কোনো বায়োগ্রাফি মুভির সঙ্গে এটা কোনোভাবেই তুলনীয় নয়, কেননা এখানে ঘটনাপ্রবাহের উপস্থাপন সম্পূর্ণ ব্যতিক্রমী।

মঞ্চনাটক হিসেবে হোক আর মুভি হিসেবে হোক, “Hamilton” এক কথায় এক অনবদ্য মাস্টারপিস। আর মঞ্চনাটকের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির সরসরি সংযোগ সাধনের মাধ্যমে মুভি জগতের ইতিহাসে অগ্রদূতের ভূমিকা পালন করেছে মুভিটি। সত্যি বলতে এটি আমার জীবনে দেখা অন্যতম এক ব্যতিক্রমী মুভি এটি, আর এই একবিংশ শতাব্দীতে এধরনের কিছু নিঃসন্দেহে বিরল।

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started