“Apocalypse Now” Movie Review

Movie_Name: Apocalypse Now

Genre: Drama, Mystery, War

Director: Francis Ford Coppola

IMDB_Rating: 8.4/10(585K Votes)

Metascore: 94/100

Tomatometer: 98%

Runtime: 2h 27min (Extended: 3h 16min)

Personal_Rating: 9/10

হালকা_স্পয়লার

বিশ্ববিখ্যাত “The Godfather Trilogy” র নির্মাতা Francis Ford Coppola-র এক অনন্য সৃষ্টি এই “Apocalypse Now” মুভিটি। অন্য যত War মুভি দেখেছি, সেগুলোর তুলনায় এই মুভির কাহিনী সম্পূর্ণ ভিন্ন ধরণের, যেন অনেকটা “Out of the Box” চিন্তার উপর ভিত্তি করে বানানো। যারা সবকিছুর মধ্যে এক্সেপশনাল কিছু খুঁজে বেড়ান, তাদের জন্য মুভিটা অবশ্যই অন্যতম সেরা সাজেশন। আর War মুভির মধ্যে Mystery বা কাহিনীর Twist দেখা যায় না বললেই চলে। সেদিক থেকে চিন্তা করলে এটা অনেকটাই ভিন্নধর্মী।

কাহিনীর প্রেক্ষাপট ভিয়েতনাম যুদ্ধকে কেন্দ্র করে, যেখানে আমেরিকা ছিল ভিয়েতনামের প্রতিপক্ষ। মুভির মধ্যে সাধারণ সৈনিক ও সেনা অফিসারদের চিন্তা-ভাবনা, তাদের নেয়া সিদ্ধান্ত, তাদের মিশনের বিভিন্ন কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে ভিন্নভাবে। কর্নেল ওয়াল্টার ই. কুর্টজ এই মুভির অন্যতম মোড় ঘোরানো একজন চরিত্র, যার কাহিনী দর্শকদের সাধারণ ভাবনার উপর যথেষ্ট প্রভাব ফেলতে বাধ্য। এছাড়াও এই মুভির অত্যন্ত সাহসী চরিত্র হচ্ছেন ক্যাপ্টেন উইলিয়ার্ড, যদিও শেষ পর্যন্ত তার প্রকৃত বৈশিষ্ট্য নিয়ে কিছুটা ধোয়াশা সৃষ্টি হয়। সত্যিকার অর্থে এই মুভিতে আমরা যে জিনিসটাকে ঠিক বা ন্যায়সঙ্গত বলে মনে করব, দেখা যাবে যে সেটিই শেষ পর্যন্ত এই কাহিনীর সবচেয়ে বড় ভুল ছিল!!

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started