Movie: City of God(2002) [Portuguese: Cidade de Deus]
Genre: Crime, Drama
IMDB_Rating: 8.6(Ranking: Top #22)
Rotten_Tomatoes: 97%(Audience Score)
Metascore: 79/100
স্পয়লার_ফ্রি
ক্রাইম জনরার নন-হলিউড মুভিগুলোর মধ্যে এটাই আমার দেখা বেস্ট। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হওয়ায় এই মুভির কাহিনী ও ঘটনাপ্রবাহ “Goodfellas” বা “The Irishman” এর তুলনায় কোনো কোনো অংশেই কম নয়। ব্রাজিলের রিও ডি জেনেরিওর এক ছোট্ট উপশহর সিডাডে দে ডেউস-এর ১৯৬০ খ্রিস্টাব্দ সমসময়ের ঘটনাকে কেন্দ্র গড়ে ওঠে এই মুভির কাহিনী। ব্রাজিলের অপরাধ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ ফুটে উঠেছে এই মুভির মাধ্যমে। এই মুভির ঘটনার প্রধান চরিত্র র্যাকেট নামের এক বস্তির ছেলে যার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ফটোগ্রাফার হবার। পরে তাকে ঘিরেই মুভির ঘটনা আবর্তিত হয় এবং তার জবানবন্দিতেই সকল ঘটনার বাস্তবতা ফুটে ওঠে। এই মুভির একটি বিশেষ দিক হল “কিশোর অপরাধ” বিষয়টিকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা এবং কিভাবে একজন কিশোর অপরাধ জগতে পা দেয় ও ধীরে ধীরে হয়ে ওঠে মোস্ট ওয়ানটেড ক্রিমিনাল ও এলাকার মাফিয়া ডন- তার সুন্দর বর্ণনা। ড্রাগ, স্মাগলিং, মার্ডার, রোবারি থেকে শুরু করে সব ধরণের ক্রাইমের স্বাদ পাওয়া যাবে এই মুভিতে। ক্রিমিনালদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, প্রতিশোধ ও যুদ্ধের বাস্তব ঘটনার কাহিনীও ফুটে উঠেছে নিরপেক্ষ দর্শক র্যাকেটের মুখ থেকে।
বলতে গেলে এটি রোমহর্ষক কাহিনির এক পার্ফেক্ট ক্রাইম থ্রিলার।
Happy_Watching
