“Ip Man” Movie Review

Movie_Name: Ip Man(2008)

Industry: Chinese

Genre: Action, Biography, Drama, History

IMDB_Rating: 8.0/10(200K Votes)

Metascore: 59/100

Rotten_Tomatoes: 93%(Audience Score)

Runtime: 1h 46min

Spoiler_Alert

এই যোদ্ধা, কোনো সামরিক যোদ্ধা নয়! দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমসময়ের সিনো-জাপানিজ যুদ্ধে সে যোদ্ধা রাইফেল হাতে নামে নি জাপানিদের বিরুদ্ধে!! বরং সে যা করেছিল, তা আজও পৃথিবীর ইতিহাসে এক ভিন্নধর্মী দেশপ্রেমের পথিকৃৎ হয়ে আছে। উল্লেখ্য যে, এই যোদ্ধা ছিলেন গ্র‍্যান্ডমাস্টার “ব্রুস লির”র ব্যক্তিগত মার্শাল আর্ট শিক্ষক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন সময়ে চীনে জাপানি আগ্রাসনের সেই বর্বরতার ঘটনা আজও চীনা ইতিহাসের এক বড় তাৎপর্যপূর্ণ অংশ হয়ে আছে; যদিও তা বিশ্বযুদ্ধ শুরুর দু’বছর আগেই শুরু হয়েছিল। তবে তার সমাপ্তি ঘটে ১৯৪৫ সালেই। সেই ঘটনায় জাপানিদের হাতে অসংখ্য চীনা নাগরিক নিহত হয়।

সেসময় চীনের এক ছোট্ট শহর ফো শান। সেই শহরের সবচেয়ে বড় মার্শাল আর্ট যোদ্ধা মাস্টার ইপ। জাপানিজ আগ্রাসনের সময় সে শহরে গণহত্যার কারণে জনসংখ্যা প্রায় অর্ধেকে নেমে যায়। অন্য সব যুদ্ধের মুভির মত শোষিত বা যুদ্ধ-বন্দীদের কষ্টের চিত্র অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে, যার ভুক্তভুগী ছিল মাস্টার ইপের পরিবারও। মুভিটার মধ্যে একটা সুন্দর ডায়ালোগ ছিল:

“I don’t know anything except martial arts. This world is too small & I am totally useless here.”

কিন্তু এই নিজেকে ইউজলেস মনে করা সেই ব্যক্তিটিই পরে পরিণত হয় পুরো ফো শান শহরের যুদ্ধবিধ্বস্ত নাগরিকদের রক্ষাকর্তায়। সে জাপানিদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে না নামলেও সে এক ভিন্নধর্মী উপায়ে তার একমাত্র দক্ষতাকে কাজে লাগিয়ে সে এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছিল, যা দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এতে তার প্রাণ সংশয় হতে পারে জেনেও সে কোনো কিছুর পরোয়া করে নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে আমার দেখা সবচেয়ে ভিন্নধর্মী এক দেশপ্রেমের কাহিনী নিয়ে এই চলচ্চিত্র!!

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started