Movie_Name: Johnny Guitar (1954)
Genre: Drama, Western
Director: Nicholas Ray
IMDB_Rating: 7.7/10 (15K Votes)
Tomatometer: 93% (45 Counts)
Metascore: 83/100 (8 Critic Reviews)
Runtime: 1h 50min
Personal_Rating: 8/10
82% Google users liked this
Spoiler_Alert
ওয়েস্টার্ন জনরার এক অন্যতম ক্লাসিক হিসেবে এই মুভিটি খ্যাত। Le Western-এর ২৭ জন ফরাসি ক্রিটিকের তৈরি তালিকা “Ten Best Westerns”-এর সর্বাধিক উল্লেখিত মুভির স্থান দখল করে আছে এই মুভিটি।
এখন পর্যন্ত মুভি জগতে নির্মিত ওয়েস্টার্ন জনরার সবচেয়ে পাগলাটে মুভি হিসেবে বিবেচনা করা হয়। যদিও মুভিটির প্রোডাকশনের মান বেশ সস্তা ছিল, তবু কাহিনী ও ঘটনাপ্রবাহের দিক থেকে একে কোনো অংশেই কম বলা যায় না। কাজেই সস্তা হলেও মুভিটির প্রোডাকশনকে কোনোভাবেই অর্থের অপচয় বলা যায় না। এছাড়াও মুভিটিকে বলা হয় সাইকোসেক্সুয়্যাল মেলোড্রামা, যা মুভি জগতের এক সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ক্যাটাগরি। আর তার সঙ্গে ওয়েস্টার্ন জনরা মিলেমিশে যেন পুরোপুরি ভিন্ন এক কাহিনীর সৃষ্টি করেছে।
মুভির মূল চরিত্র গানস্লিঙ্গার জনি গিটার। এখানে এই চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সে সবসময় নিজের সাথে একটি গিটার বহন করে। আর মূল নারী চরিতে এমা স্মল অত্যন্ত দুঃসাহসী এক মহিলা, যাকে মুভিটিতে “More like a man” বলে অভিহিত করা হয়। এমা স্মল মুভির কাহিনীতে একজন সেলুনের মালিক, যে পরবর্তীতে এক খুন ও ব্যাংক ডাকাতির দায়ে নির্দোষ হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে অভিযুক্ত হয়। আর অন্যদিকে জনি গিটার এক ক্যাসিনো বস ভিয়েনাকে নিরাপত্তা দেয়ার জন্য নিযুক্ত হয়, যেখানে এমা তাকে তীব্রভাবে হিংসা করত। অন্যসব ওয়েস্টার্ন মুভির মত এখানে হিংসা, লোভ, প্রতিশোধ– কোনোকিছুরই কমতি নেই, সাথে যুক্ত হয়েছে ভিন্নধর্মী একটি প্লট। মুভির চরিত্রগুলোর কার শেষ পরিণতি কী হল, জানতে হলে দেখে ফেলুন মুভিটি।
Happy_Watching
