Movie_Name: Train to Busan(2016)
Language: Korean
Genre: Action, Horror, Thriller
IMDB_Rating: 7.5 (142K Votes)
Metascore: 75/100
Personal_Rating: কিছু মুভি রেটিংয়ের ঊর্ধ্বে
হালকা স্পয়লার
এটা কোনো মুভি রিভিউ না। বরং মানবজীবনের যে গভীর বাস্তবতা প্রকাশ পেয়েছে এই মুভিতে, সে সম্পর্কে কিছু কথা।
মানবজাতি বড়ই স্বার্থপর। আমরা বেশিরভাগ মানুষই জীবনে শুধু স্বার্থই খুঁজে বেড়াই, অন্য কারো সুবিধা আমাদের দেখার বিষয় না। আমরা মনে করি এরকম মনোভাবের কারণে আমরা লাভবান হচ্ছি। অথচ সেই স্বার্থপরতা উলটো যে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা আমরা বুঝতে পারি না। হাতেগোনা কিছু মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আমরা তার দাম দিই না, অথচ নিজের স্বার্থের জন্য সেই উপকারী মানুষটিকে বড় বিপদে ফেলে দিতেও দ্বিধাবোধ করি না। অথচ এই স্বার্থপরতা কারোই কোনো উপকার করছে না, বরং পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্ষতি এবং ধ্বংস অর্থাৎ হানাহানি, বিদ্বেষ, স্নায়ুযুদ্ধ, গণহত্যা, দ্বন্দ্ব, সংঘর্ষ- সংঘটিত হচ্ছে এই স্বার্থপরতাকে কেন্দ্র করেই।
অন্যদিকে অনেক মানুষ স্বার্থপর হলেও একটি জিনিসকে তারা অগ্রাহ্য করতে পারে না, সেটা হল রক্তের টান। নিজের পরিবারের কারো সঙ্গে কেউ চাইলেও স্বার্থপরতা করতে পারে না, যেখানে সে অন্য মানুষদের সাথে ঠিকই স্বার্থপরতা দেখাচ্ছে। আবার কিছু মানুষের কাছে বন্ধুত্বের টান জীবনে অনেক বড় হয়ে দ্বারায়। কেননা এই টান ভালোবাসার টান, মমতার টান, যা কোনোভাবেই ভাঙা যায় না। আবার এই স্বার্থপরতার ভীড়ে খুবই অল্পসংখ্যক মানুষ অন্যের উপকারের জন্য আত্মত্যাগ করতেও সামান্যতম দ্বিধাবোধ করছে না, তারা মানুষের উপকার করাকেই জীবনের মূল ব্রত করে নিচ্ছে।
মুভির বাহিরের কাহিনী প্রায় সবারই চোখে পড়ে। কিন্তু এর ভেতরে যে জীবনের গভীরতা নিয়ে যে সুন্দর বার্তা দেয়া থাকে, তা অনেক সময়ই মুখ্য হয়ে দাঁড়ায়।
Happy_Watching
