“Star Wars Episode IV,V,VI” Review

★★ মুভি সিরিজ রিভিউ★★

Names_of_Movies:

  1. Star Wars : Episode IV – A New Hope (1977)
  2. Star Wars : Episode V – The Empire Strikes Back (1980)
  3. Star Wars : Episode VI – The Return of the Jedi(1983)

Directors:

  1. George Lucas
  2. Irvin Kreshner
  3. Richard Marquand

IMDB_Ratings:

  1. 8.6 (1.2M Votes)
  2. 8.7 (1.1M Votes)
  3. 8.3 (923K Votes)

Tomatometer:

  1. 92% (129 Counts)
  2. 94% (102 Counts)
  3. 82% (94 Counts)

Metacritic:

  1. 90/100 (24 Critic Reviews)
  2. 82/100 (25 Critic Reviews)
  3. 58/100 (24 Critic Reviews)

Box_Office:

  1. $777.5 Million
  2. $548 Million
  3. $475.3 Million

Runtime:

  1. 2h 1min
  2. 2h 4min
  3. 2h 11min

No_Spoiler

অনেকদিন ধরেই ইচ্ছা ছিল Star Wars দেখার। কিন্তু কোন মুভিটা থেকে শুরু করব বা কীভাবে শুরু করব- কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর নেটে ঘাটতে লাগলাম সে সম্বন্ধে ইনফরমেশন।

Star Wars Episode I এর রিলিজ হয় ১৯৯৯ সালে। তারপর Episode II এর রিলিজ ২০০২ সালে, Episode III এর রিলিজ ২০০৫ সালে। এ পর্যন্ত সিকুয়েন্স ঠিক আছে। কিন্তু Episode IV টাতে গিয়ে লেগে গেল খটকা!! ২০০৫ সালের পর চলে গেল সুদূর অতীতে, ২৮ বছর আগে ১৯৭৭ সালে!!! পরে এটা নিয়ে নেটে আরো ঘাটতে লাগলাম। জানলাম যে Episode IV-ই বেরিয়েছিল সবার আগে, কিন্তু রিলিজ হবার পরপরই সেটার নামের সাথে Episode IV অংশটি যুক্ত করা হয় নি। ১৯৯৯ সালে প্রথম সেই কাহিনীর প্রিকুয়েল বের করা হলে আগে বের হওয়া মুভি তিনটির নামের সঙ্গে Episode IV, V, VI জুড়ে দেয়া হয়।

মুভি তিনটি বর্তমান সময়ের দর্শকদের কাছে ঠিক কেমন লাগবে তা বলা মুশকিল। কারণ বর্তমান পৃথিবীতে আমরা যেমন অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় লেগে আছি, ৭০ বা ৮০-র দশকের দিকে তাকালে সেসব আধুনিকতার কিছুই আমরা দেখতে পাব না৷ হয়তোবা যেসব দেখতে পাব, সেগুলো বর্তমান সময়ের কাছে নিতান্তই খেলনার বস্তু। আর মুভি সিরিজটি ঠিক সেই সময়েই রিলিজ করা, যেসময় উন্নত প্রযুক্তির অভাবে সাধারণ মানুষের ভবিষ্যৎ মহাকাশ যাত্রা বা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা বা ধারণা বর্তমান যুগের চেয়ে কিছুটা হলেও কম ছিল, আর সেগুলো নিয়ে মুভিও তেমন বের হয় নি। যে কয়টা মুভি বেরিয়েছিল তার মধ্যে 2001 : A Space Odyssey, Solaris, Blade Runner- এগুলো ছিল অন্যতম। তাই সেই সময় হাতেগোণা এই কয়েকটি মুভিই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিল। কিন্তু তার পর থেকে শুরু করে বর্তমান সময়ে আসতে আসতে মহাকাশ যাত্রা বা এই ধরণের ঘটনা নিয়ে অসংখ্য মুভি বের হয়ে গেছে, এগুলো আধুনিক যুগের মানুষের কাছে যেন হাতের মোয়া।

তবে মুভি সিরিজটির কাহিনীর দিকে দৃষ্টিপাত করলে সেটাকে কোনোভাবেই খারাপ বলা যায় না, কেননা স্টার ওয়ারস-এর কনসেপ্টটার মধ্যেই একটা আলাদা অনন্যতা আছে। কিন্তু মুভিতে দেখানো অত্যাধুনিক সামগ্রী বা ভিজ্যুয়্যাল ইফেক্টকে বর্তমান সময়ের মুভিগুলোর সাথে তুলনা করলে অত্যন্ত সেকেলে বলে মনে হবে, যার কাহিনী উপভোগ্য হলেও দেখার সময় কিছুটা অন্যরকম ফিল হওয়াটা অস্বাভাবিক না।

কাজেই “Star Wars” মুভি সিরিজটি Episode I থেকে শুরু করবেন নাকি Episode IV থেকে শুরু করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনোটাতেই আপনার আফসোস বোধ হবে না। তবে এই তিনটি মুভি দেখার সময় যদি কোনো কারণে সেকেলে লাগে বা বোরিং ফিল করেন, তবে তৎকালীন সময়ের পরিস্থিতির কথা চিন্তা করে তবেই দেখুন। আর যদি পুরনো মুভিতে অভ্যস্ত হন, তাহলে অথবা এমনিতেও ভালো লাগতে পারে।

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started