“The Exorcist” Movie Review

Movie_Name: The Exorcist (1973)

Genre: Horror

Director: William Friedkin

IMDB_Rating: 8/10 (352K Votes)

Tomatometer: 82% (79 Counts)

Metascore: 81 (21 Critic Review)

Runtime: 2h 2min

Personal_Rating: 8/10

87% Google Users Like This

No_Spoiler

অনেকদিন থেকেই ইচ্ছা ছিল একটা পুরনো আমলের হরর ফিল্ম দেখার। কিছুক্ষণ খোজাখুজি করার পর এই মুভিটার ব্যাপারে জানতে পারলাম। ৭০-এর দশকের আমলে বা তার পরেও অনেকদিন দর্শক ও ক্রিটিকদের কাছে সেরা হরর মুভির স্থান দখল করে ছিল এই মুভিটি। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট ঠিক বলতে পারব না, কারণ রিসেন্ট হরর ফিল্মগুলো অনেকদিন ধরে দেখা হয় না। ২০১২ সালে Time Out London কর্তৃক অনুষ্ঠিত এক ভোটে ১৫০ জন এক্সপার্টদের মধ্যে ৫৩ জনের ভোট পেয়ে এটি সর্বকালের সেরা হরর মুভি নির্বাচিত হয়। এছাড়াও এটি ২০১৫ সালে HitFix ডট কম ওয়েবসাইটের এক পোলে ১০৪ জন হরর প্রফেশনালদের মধ্যে ৬৭ জনের ভোট পেয়ে এটি সেরা হরর মুভির মর্যাদা পায় এবং ২০১৪ সালে Rolling Stone magazine-এর পাঠকদের এক ভোটেও এটি শীর্ষ স্থান পায়।

মুভিটিকে ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাসের এক অন্যতম অভিশপ্ত মুভি বলা হয়। কারণ মুভিটির সাথে সম্পর্কিত অনেককেই মুভিটির শ্যুটিং চলাকালীন সময়ে কিংবা পরবর্তীতে বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হতে হয় বলে দাবি করা হয়। তবে মুভিটি দেখার আগে যতটা ভয়ংকর বলে মনে করেছিলাম, দেখার পর ততটাও ভয় লাগে নি। হয়তোবা হতে পারে বয়সের সাথে সাথে আমার হরর ফিলিংসই কমে গিয়েছে।

মুভিটি মূলত ঔপন্যাসিক উইলিয়াম পিটার ব্ল্যাটির লেখা একই নামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত। উইলিয়াম ব্ল্যাটি আবার আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকার সময় এক এক্সোরসিজমের কাহিনী শুনে সেটা থেকে অনুপ্রাণিত হয়ে এই উপন্যাসটি লেখেন। তাই মুভিটিকে কিছুটা সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত বলেই দাবি করা হয়। মুভির কাহিনী রেগান ম্যাকনেইল নামের এক ১২ বছর বয়সী মেয়ের ডেমোনিক পজেশন নিয়ে। রেগানের চরিত্রে লিন্ডা ব্লেয়ারের অভিনয় ছিল এক কথায় অসাধারণ। আর এক্সোরসিস্ট ফাদার মেরিনের চরিত্রটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সত্যি বলতে তৎকালীন আমেরিকায় ঘটা সমস্ত ডেমোনিক পজেশন ও এক্সোরসিসমের ঘটনার বাস্তব প্রতিবিম্বকেই প্রকাশ করা হয়েছে এই মুভিটি দ্বারা।

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started