“The Poseidon Adventure” Movie Review

Movie_Name: The Poseidon Adventure (1972)

Genre: Action, Adventure, Drama, Thriller

Director: Ronald Neam

IMDB_Rating: 7.1/10 (40K Votes)

Tomatometer: 79% (24 Counts)

Metascore: 70/100 (10 Critic Reviews)

Runtime: 1h 57min

Personal_Rating: 7/10

89% Google users like this

No_Spoiler

মুভিটি ২০০৪ সালের মে মাসে UCI Cinemas-এর ৫০০ জন স্টাফ মেম্বারদের ভোটে সেরা Disaster Movie হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও মুভিটি একাডেমি এ্যাওয়ার্ডস-এ বেস্ট মিউজিক ক্যাটাগরিতে পুরস্কার পায়।

মুভির কাহিনী অনেকটাই Titanic মুভির মতো সমুদ্রে জাহাজ দুর্ঘটনা নিয়ে। কিন্তু Titanic মুভিটিতে দূর্ঘটনার পাশাপাশি একটি মধুর সম্পর্কের কাহিনী ও আরো অনেক ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু এই মুভিটিতে সম্পূর্ণরূপে ফোকাস করা হয়েছে মানুষের দুর্দশা ও দুর্ভোগের দিকে। এই জন্যই মূলত মুভিটি Disaster Movie হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মুভিটি মূলত পল গ্যালিকোর একটি উপন্যাস অবলম্বনে নির্মিত, যা নিয়ে পরবর্তীতে রোনাল্ড নিল মুভিতে নির্মাণ করে। ৭০ দশকের সময়ে ঘটা প্রাকৃতিক দুর্যোগ চক্রের উপর ভিত্তি করে মুভিটির ঘটনাবলির প্রেক্ষাপট নির্ধারণ করা হয়।

এক যাত্রীবাহী জাহাজ যাত্রী নিয়ে কোনো এক স্ক্র‍্যাপ ইয়ার্ডের উদ্দেশ্যে রওনা দেয়ার সময় ঢেউয়ের আঘাতে জাহাজটি সম্পূর্ণ উলটে যায়। সেই উলটো জাহাজটাই পানিতে ভেসে থাকে, যেটিকে তখনও কিছু যাত্রী বেঁচে ছিল। জাহাজটি উলটে যাওয়ার পর আটকে থাকা যাত্রীরা জাহাজ থেকে বের হবার রাস্তা খু্ঁজতে থাকে। সে অনুসন্ধানে পদে পদে তাদের জন্য বিপদ ওঁত পেতে থাকে, একই সঙ্গে জীবন ও মৃত্যুর মধ্যে টানাটানি, সবসময় হাহাকার লেগে আছে যাত্রীদের কণ্ঠে। প্রাকৃতিক বিপর্যয়ের দুর্দশাময় পরিস্থিতির পাশাপাশি রোমাঞ্চকর কাহিনী যেন মুভিটিকে অনন্য করে তুলেছে। শেষ পর্যন্ত সেই যাত্রীদের সঙ্গে কী ঘটল? জানতে হলে দেখেই ফেলুন।

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started