The_Only_Movie_in_IMDB_Rated_out_of_11
Movie_Name: This is Spinal Tap(1984) [Also known as “This Is Spın̈al Tap: A Rockumentary by Martin Di Bergi”]
Genre: Comedy, Music
Director: Rob Reiner
IMDB_Rating: 7.9/11 (126K Votes)
Tomatometer: 95% (64 Counts)
Metascore: 97/100 (30 Critic Reviews)
Runtime: 1h 22min
Personal_Rating: 8/10
No_Spoiler
মুভির IMDB Rating-এর জায়গায় Out of 11 দেখে হয়তোবা অনেকেই আকাশ থেকে পড়েছেন!! কিন্তু এটা তেমন অবাক হওয়ার মত কোনো বিষয় না, কেননা ডিরেক্টর মুভির কাহিনীর স্বার্থেই দুষ্টুমি করে এটা করিয়েছেন। যেহেতু শুরুতেই “No Spoiler” বার্তা টানিয়ে রেখেছি, তাই সেই কাহিনী সম্পর্কে কিছু বলছি না। আপনারাই মুভিটি দেখে আবিষ্কার করুন সেটা। এখন সরাসরি মুভির কথায় আসি।
“Wolf of Wall Street”-এর অভিনেতা রব রেইনারের ক্যারিয়ারের এক অন্যতম পরিচালনা ছিল এই মুভিটি। আর এটাই আমার জীবনে দেখা প্রথম মক ডকুমেন্টারি। “Mock Documentary” শব্দটি মুভি জগতের ইতিহাসে এক ভিন্নধর্মী ও সৃজনশীল কন্সেপ্ট। এটি এমন এক ধরণের মুভিকে বোঝায়, যা সম্পূর্ণ অবাস্তব অথচ এমনভাবে প্রদর্শিত হয় যেন তা একটি ডকুমেন্টারি ফিল্ম। এই মুভিটি ২০১৬ সালে Time Out London কর্তৃক অনুষ্ঠিত ৭০ জন স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, লেখক ও পরিচালকের ভোটে সর্বকালের সেরা কমেডি মুভি নির্বাচিত হয়।
মুভির কাহিনী এক ইংলিশ ব্যান্ডদলকে নিয়ে, যার নাম হল “Spinal Tap”. মুভিতে ব্যান্ডদলটিকে “One of England’s loudest bands” হিসেবে অভিহিত করা হয়। মুভিটিতে দেখানো হয় মার্টিন ডি বার্গি নামের এক ফিল্মমেকার এই ব্যান্ডদলটিকে নিয়ে একটি ডকুমেন্টারি বানাচ্ছেন। কিন্তু বাস্তবে এই নামের কোনো মুভি পরিচালকই নেই, আর “Spinal Tap” নামে কোনো ব্যন্ডদলও কোনোদিন ছিল না। এই কারণেই মূলত মুভিটিকে মক ডকুমেন্টারি নামক এক বিশেষ ক্যাটাগরিতে স্থান দেয়া হয়েছে। মুভিতে মার্টিন ডি বার্গির চরিত্রে অভিনয় করেছেন পরিচালক রব রেইনার স্বয়ং। মুভির পরতে পরতে কৌতুক ও হাস্যরসাত্মক ঘটনা দর্শকদের বিনোদনের জন্য যথেষ্ট। এছাড়াও যারা হার্ড মেটালের গান শুনতে ভালোবাসেন, তাদের জন্য বেশ কিছু গান লাইভ পারফর্মেন্সের আকারে জুড়ে দেয়া হয়েছে মুভিটিতে। এছাড়াও ব্যান্ডদলটির সদস্যদের কীর্তিকলাপ, তাদের প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি, মূলত অভিনয়ের মাধ্যমে ঘটনাবলি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা দর্শকদের মুগ্ধ করতে বাধ্য।
Happy_Watching
