Movie_Name: Some Like It Hot (1959)
Genre: Comedy, Music, Romance
Director: Billy Wilder
IMDB_Rating: 8.2/10 (237K Votes)
Tomatometer: 95% (60 Counts)
Metascore: 98/100 (19 Critic Reviews)
Runtime: 2h 1min
Personal_Rating: 8/10
92% Google Users Like This
Spoiler_Alert
চার্লি চ্যাপলিনের কয়েকটা মুভি ছাড়া পুরাতন সাদা-কালো কমেডি মুভি দেখা হয় নি বললেই চলে। তাই দেখতে বসলাম এই মুভিটা। তৎকালীন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী মেরিলিন মনরো অভিনিত মুভিগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। মুভিটিতে তার অভিনয়ও ছিল এক কথায় অসাধারণ। মুভিটি দেখে সরাসরি না হাসলেও বিনোদনের কোনো কমতি ছিল না। মুভির কাহিনীতে এক বিব্রতকর পরিস্থিতির ঘটনাকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। মুভিটি ২০১৭ সালে BBC-র ৫৬ দেশ থেকে ২৫৩ ফিল্ম ক্রিটিকদের এক পোলে সেরা কমেডি মুভি নির্বাচিত হয়।
মুভির কাহিনী শুরু হয় দুজন মিউজিসিয়ানকে নিয়ে। তাদের নাম ছিল জো আর জেরি। তারা কাকতালীয়ভাবে এক গ্যাং কর্তৃক কিছু লোকের খুনের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে তারা সেখান থেকে পালিয়ে আসে। গ্যাংয়ের সদস্যরা তাকে শহরের আনাচে কানাচে খুজতে আরম্ভ করে। জীবন বাঁচানোর তাগিদে তারা নারী বেশভূষা ধারণ করে ও নাম পালটিয়ে জো হয়ে যায় জোসেফিন, জেরি হয়ে যায় ড্যাফনে। তারা ছদ্মবেশে জীবন বাঁচাতে সুইট সু নামে এক মহিলা মিউজিসিয়ানদের দলে যোগ দেয়। সেই দলের সুগার নামের এক মেয়ের সঙ্গে তাদের গভীর বন্ধুত্ব হয়। সুগার চরিত্রটিতে বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরো অভিনয় করেন। তারা সেসময় ট্রেনে চড়ে যাত্রা করছিল মায়ামির উদ্দেশ্যে।
মায়ামিতে যাবার পর তাদের সাথে আরো অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। মেয়ে সেজে মেয়েদের মধ্যে থাকতে যে তাদের যে কী চরম অসুবিধার মধ্যে পড়তে হয়, তা মুভির শুরু থেকেই সুন্দরভাবে প্রদর্শন করা হয়। কাহিনীর মাঝখানে জো আবার নকল কোটিপতি ব্যবসায়ীর ছদ্মবেশ নিয়ে সুগারকে পটানোর চেষ্টা করে। আবার অন্য এক কোটিপতি ঘরের মধ্যবয়স্ক লোক জেরির প্রেমে পড়ে যায়। অন্যদিকে সেই গ্যাংয়ের সদস্যরাও মায়ামির হোটেলে জো আর জেরির সন্ধান পেয়ে যায়। ফলে শেষ পর্যন্ত তা পরিণত হয় রোমাঞ্চকর এক ঘটনায়, যা জেরি আর জোয়ের জীবন-মৃত্যুর ব্যাপার হয়ে ওঠে। শেষ পর্যন্ত কী ঘটল তাদের সাথে? জানতে হলে দেখেই ফেলুন মুভিটি।
Happy_Watching
