“Battleship Potempkin” Movie Review

Movie_Name: Battleship Potemkim(1925)

Industry: Russian

Director: Sergei Eisenstein

Genre: Drama, History, Thriller

IMDB_Rating: 8/10

Tomatometer: 100%

Runtime: 1h 15min

Personal_Rating: 8/10

হালকা_স্পয়লার

সাইলেন্ট ফিল্ম জগতের এক অন্যতম মুভি হল এই “Battleship Potemkin”. চার্লি চ্যাপলিনের মুভিগুলো ব্যতীত এটাই আমার দেখা প্রথম নির্বাক চলচ্চিত্র। ১৯০৫ সালে “পটেমকিন” নামক এক সোভিয়েত যুদ্ধ জাহাজের খালাসিদের দ্বারা সংঘটিত বিদ্রোহের একটি নাটকীয় রূপ হল এই মুভিটি। এই মুভিটিকে সোভিয়েত সরকার বিরোধী বলে গণ্য করে সাময়িক কালের জন্য এটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় সোভিয়েত ইউনিয়নে, যদিও সেই নিষেধাজ্ঞা অনেক আগেই তুলে নেয়া হয়েছে। ১৯৬৪ সালে সুইডিশ ফিল্ম ম্যাগাজিন Chaplin কর্তৃক অনুষ্ঠিত ৫০ জন ফিল্ম প্রফেশনালদের এক পোলে মুভিটি ৩২টি ভোট পেয়ে সেরা নির্বাক চলচিত্রের মর্যাদা পায়।

মুভির শুরুতে জাহাজের নৌ অফিসারদের সাধারণ খালাসিদের উপর করা অবহেলা, শোষণ, কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নেতিবাচক মনোভাবকে সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে, যেখানে সেসব খালাসিরা অফিসারদের প্রতি যঠেষ্ট অনুগত ছিল । মৌলিক চাহিদা “খাবার”-থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে খালাসিদের বঞ্চিত করে আসছিল অফিসাররা। এসবের জের ধরে খালাসিরা সেটাকে পরিণত করল এক ভয়ংকর বিদ্রোহে। ধীরে ধীরে সমাজের নিচু শ্রেণীর আমজনতার সমর্থনে সেই বিদ্রোহ আরো বৃহদাকার ধারণ করল। ফলস্বরূপ পুলিশ সেই জনতার উপর যে অবিচার করল, তা ছিল অত্যন্ত পাশবিক ও নির্মম। শেষ পর্যন্ত সেই জাহাসের খালাসিদের সাথে কী ঘটল?? জানতে হলে দেখেই ফেলুন…

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started