Movie_Name: Monty Python and the Holy Grail(1975)
Genre: Adventure, Comedy, Fantasy
Director: Terry Gilliam & Terry Jones
IMDB_Rating: 8.2/10(488K Votes)
Metascore: 93/100
Tomatometer: 97%
Runtime: 1h 31min
Personal_Rating: 9/10
Strong_Spoiler_Alert☢☢
“Monty Python” নামটার সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত থাকবেন। এটি ছিল ব্রিটেনের একসময়কার সেরা কমেডিয়ান গ্রুপ। সেসময়কার বিখ্যাত কমেডি তারকা Chapman, Cleese, Gilliam, Idle, Jones এবং Palin প্রমুখ ছিলেন এই গ্রুপের সক্রিয় সদস্য। এটি সেই গ্রুপে নির্মিত কমেডি চলচ্চিত্র জগতের অন্যতম এক সৃষ্টি এই মুভিটি।
পাওলো কোয়েলোর “The Alchemist” বইটিও হয়তোবা অনেকে পড়ে থাকবেন। সেখানে গুপ্তধনের সন্ধানকারী সেই রাখাল বালক পুরো মরুভূমি আর পিরামিড ঘুরে শেষ পর্যন্ত সন্ধান পায় যে তার পূর্ব বসবাসরত সেই গীর্জার তলাতেই ছিল গুপ্তধন। এই মুভির কাহিনীতে পরিণতির দিক থেকে চিন্তা করলে সে ঘটনার সঙ্গে মিল থাকলেও সেই অনুসন্ধান ছিল ঈশ্বরের দৈববাণী কর্তৃক ঘোষিত “Holy Grail”-এর। আর সেই দুঃসাহসিক অভিযানের ভার পড়ে ইতিহাসখ্যাত রাজা আর্থার আর তার সহকারী নাইটদের উপর। মুভির একদম শুরু থেকেই বিভিন্ন ঘটনা অত্যন্ত রসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়, এমনকি শুরুতে মুভির সাথে জড়িত সবার Credential-ও দেখানো হয় একদম ভিন্নধর্মী ও রসাত্মক উপায়ে, যা অন্য কোনো কমেডি মুভিতে দেখানো হয়নি বললেই চলে। এছাড়াও মাঝে মাঝেই বিভিন্ন হাস্যরসাত্মক গান, বিভিন্ন হ-য-ব-র-ল ঘটনা, সব মিলে এক ভিন্নধর্মী আবেশ সৃষ্টি করা হয়েছে। তাছাড়াও বর্তমান এবং প্রাচীন জগতের ঘটনার পাশাপাশি প্রদর্শনের ব্যাপারটি এই মুভিতে অত্যন্ত সৃজনশীল উপায়ে ফুটিয়ে তোলা হয়েছে। তবে কিছু কিছু কৌতুকপূর্ণ ঘটনা কিছুটা আক্রমণাত্মকভাবে প্রদর্শন করা হয়েছে, যা অবশ্যই অপ্রাপ্তবয়ষ্কদের জন্য কিছুটা অস্বস্তিপূর্ণ হবে।
Happy_Watching
