“Shiri” Movie Review

Movie_Name: Shiri (1999) [Also known as “Swiri”]

Industry: Korean

Genre: Action, Thriller

Director: Je-kyu Kang

IMDB_Rating: 6.6/10 (7.7K Votes)

Tomatometer: 59% (60 Counts)

Metascore: 50/100 (18 Critic Reviews)

Runtime: 2h 5min

Personal_Rating: 7/10

82% Google users liked this

Spoiler_Alert

২০০২ সালে Orion Cinema Network নামের এক মুভি চ্যানেল্ল কর্তৃক অনুষ্ঠিত ৫৪,০১৩ লোকের এক অনলাইন ভোটে মুভিটি ১১,৯১৮ ভোট পেয়ে কোরিয়ানদের প্রিয় ফিল্ম হিসেবে নির্বাচিত হয়।

এ্যাকশন থৃলার জনরার কোরিয়ান মুভিগুলোর মধ্যে এই মুভিটির অবস্থান অবশ্যই অন্যতম, যদিও আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে নি মুভিটি। মুভির কাহিনী শুরু হয় রু এবং লি নামের দুই স্পেশাল এজেন্টের এক মহিলা গুপ্তঘাতককে অনুসন্ধানের মাধ্যমে। তারা একই সঙ্গে কোরিয়ান সমাজে অনুপ্রবেশ করা কিছু স্পাইইদেরও ট্র‍্যাক করতে থাকে। কিন্তু তাদের প্রাথমিক টার্গেট থাকে কিম নামের সেই মহিলা এ্যাসাসিন স্নাইপার, যার অবস্থান সিউলের কাছাকাছি কোনো জায়গায় নিশ্চিত করা হয়।

আবার অন্যদিকে দেশত্যাগী নর্দানদের একটি টিম সিউলে কিছু উদ্বায়ী বিস্ফোরক ও প্ল্যান্ট বম্ব হাইজ্যাক করে, যেটা তারা দুই কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত এক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের দিনে ফাটানোর পরিকল্পনা করে। তাদের মূল উদ্দেশ্য থাকে দুই কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে দেয়া।

ডিরেক্টর ক্যাং-এর মুভি সবসময় কোরিয়ার বক্স অফিস চ্যাম্পিয়ন হয়ে থাকে। এই মুভির রিলিজের পর তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই মুভিটি দেখা কোরিয়ার প্রত্যেক কোরিয়ান নাগরিকের দেশের প্রতি কর্তব্যের মধ্যে পড়ে। একাধিক এ্যাকশন সিন ও অনন্য ক্লাইমেক্সের মাধ্যমে মুভির কাহিনী এগোতে থাকে। মুভির কাহিনীতে রহস্য ও ঘটনার টুইস্টেরও কোনো কমতি নেই। এর মধ্যে সবচেয়ে বড়
টুইস্টটি ছিল সেই স্নাইপারকে নিয়ে, যাকে এজেন্টরা এতদিন ধরে খুঁজে আসছিল। এক কথায় রোমাঞ্চে ভরপুর আন্ডাররেটেড এক অনবদ্য এ্যাকশন থৃলার।

Happy_Watching

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started